গণধোলাইর পর বরিশাল ত্যাগ করলেন এক ইন্টানি ডাক্তার

নিজস্ব সংবাদদাতা ॥ গণধোলাইয়ের শিকার হয়ে বরিশাল ত্যাগ করেছে শেবাচিমের ইন্টানী ডাক্তার এসোসিয়েশনের সহসভাপতি সুখ রঞ্জন দাস। শনিবার রাতে দু’দফা গণধোলাইয়ের শিকার হওয়ার পর সে হাসপাতাল থেকে পালিয়ে আত্মগোপন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইন্টানি ডাক্তার এ্যাসোসিয়েশনের  সাধারন সম্পাদকের উপর হামলার অভিযোগে সংগঠন থেকে বহিস্কারসহ তাকে হাসপাতালে অবাঞ্চিত ঘোষনা করা হয়।

সম্প্রতি ইন্টানি ডাক্তার এ্যাসোসিয়েশনের  সাধারন সম্পাদক জ্যাকিকে মারধর করে সংগঠনের সহসভাপতি সুখ রঞ্জন দাস।  এ ঘটনার পর শুক্র ও শনিবার রাতে ইন্টানি একাধিক ডাক্তাররা তাকে দু’দফা গণধোলাই দেয়। একপর্যায়ে সে শনিবার রাতেই বরিশাল ত্যাগ করে আত্মগোপনে করে। গতকাল রবিবার ইন্টানী ডাক্তার এসোসিয়েশনের নেতৃবৃন্দ তাকে হাসপাতালে অবাঞ্চিত ঘোষনা করেন। পাশাপাশি এক জরুরী সভা করে তাকে ইন্টার্নী ডাক্তার এসোসিয়েশনের সহসভাপতি পদ থেকে বহিস্কার করা হয়। সভা শেষে সংগঠনের সভাপতি মেহেদী হাসান তাকে বহিস্কারের কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেন।