আগৈলঝাড়া সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ প্রভাবশালীরা একজনকে শারীরিক নির্যাতন করে গুরুতর আহত করেছে। হাসপাতালে নেয়ার পথে প্রভাবশালীদের বাধা প্রদান। আহত অবস্থায় পালিয়ে হাসপাতালে ভর্তি।
জানাগেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে দরিদ্র নজর আলী মিয়ার ছেলে অলি মিয়ার সাথে আবুল হোসেনের ছেলে প্রভাবশালী হালিম মিয়া, আজিজুল মিয়া, আজাহার মিয়া গংদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই জেড় ধরে বুধবার রাতে প্রভাবশালী হালিমের নেতৃত্বে ৫/৭ জনের একটি দল বাড়ীর পার্শ্ববর্তি নারায়নখানা বাজারে বসে অলিকে উপর্যুপরী শাররীক নির্যাতন চালায়। এসময় তার চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এসে অলিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে হালিমের লোকজন তাতে বাধা প্রদান করে। পরে এলাকাবাসীর সহায়তায় অলিকে পালিয়ে ভিন্ন পথে ওই রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই প্রভাবশালী মহলটি হাসপাতাল থেকেও অলির নাম কেটে চিকিৎসা না দেয়ার জন্য পায়তারা চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ভুমি জরিপে অলির চাচাতো ভাই লুৎফরদের সাথে হালিমদের সম্পত্তির মিমাংশার নির্ধারিত তারিখ ছিল। নির্ধারিত তারিখে লুৎফরদের হালিমের ভারাটিয়া মাস্তান দিয়ে সেটেলমেন্ট অফিসে হাজির হতে দেয়া হয়নি। পরে পুলিশের সহায়তায় লুৎফর সেটেলমেন্ট অফিসে হাজির হয়।