নিজস্ব সংবাদদাতা ॥ আল-আরাফা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সামাদ শেখ, পরিচালক এজেএম শামসুল আলম ও চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসাইন বৃহস্পতিবার বরিশালের একটি আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। তাদের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় উচ্চ আদালতের নির্দেশে বৃহস্পতিবার বরিশাল মুখ্য বিচারিক হাকিম আদালতে তারা স্ব-শরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। হাকিম মোঃ মাসুদুর রহমান আবেদন গ্রহন করে তাদেরকে পরবর্তী ধার্য্য দিনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে ও আইনজীবী এজেডএম শহিদুজ্জামান জানান, আল-আরাফা ব্যাংকের নগরীর গির্জা মহল্লা শাখার বিরুদ্ধে কয়েক বছর পূর্বে সাড়ে ১০ কোটি টাকার ক্ষতি পুরন মামলা দায়ের করেন নগরীর কালীবাড়ি রোডের আরাফাত পেইন্টস এন্ড ক্যাসিক্যালস কোম্পানীর মালিক আমির আলী। ওই মামলায় স্বাক্ষ্য গ্রহনের সময় আল আরাফা ব্যাংক আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে আদালতে বাদী আমির হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মাস্তান, গুন্ডা ও ইজ্জত হরনকারী উল্লেখকরে অভিযোগ আনেন। বাদী ও তার স্ত্রীর বিরুদ্ধে এ অভিযোগ মিথ্যা বলে অভিহিত করে মুখ্য বিচারিক হাকিমের কাছে মানহানি কর নালিশী মামলা দায়ের করেন।
বাদী আমির হোসেন জানান, মূখ্য বিচারক হাকিম তার পক্ষে তদন্ত কর্মকর্তার প্রতিবেদন দিলেও মামলা খারিজ করে দেওয়া হয়। ওই খারিজের বিরুদ্ধে তিনি হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আপীল পিটিশন দাখিল করেন। বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচরাপতি একেএম শহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ আল আরাফা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সামাদ শেখ, পরিচালক এজেএম শামসুল আলম, চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসাইন গীর্জা মহল্লা শাখার ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান ও কর্মকর্তা তানজীল আহম্মেদকে স্ব-শরীরে হাজির হয়ে জামিন নেয়ার জন্য রুল জারী করেন। আদেশে উল্লেখ করা হয় নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজির হতে হবে। গত ৩০ সেপ্টেম্বর ৩০ দিনের সময় শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে তারা হাজির না হওয়ায় বরিশাল মুখ্য হাকিম আগামী ২১ অক্টোবর নির্ধারিত ধার্য্য দিনে গ্রেফতারী পরোয়ানার বলে উল্লেখিতদের গ্রেফতার করে আদালতে হাজির করার আদেশ দেন। এ আদেশের প্রেক্ষিতে তারা বৃহস্পতিবার আগাম জামিন নিয়েছেন।