উজিরপুরের মেধাবী ছাত্রী ১২ বছরের নিপার বিয়ে আজ

নিজস্ব সংবাদদাতা ॥ বাল্য বিবাহের হাত থেকে পিতা-মাতার কাছে কান্নাকাটি করেও শেষ রক্ষা হচ্ছেনা বরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী গ্রামের আজিজ সরদারের কিশোরী কন্যা ও অষ্টম শ্রেনীর মেধাবী ছাত্রী নিপা আক্তারের (১২)। আজ শুক্রবার দুপুরে মহাধুমধামের মধ্যদিয়ে বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষে নিপাকে নববধুর সাজে সাজিয়ে নিয়ে যাবে বর পক্ষ।

জানা গেছে, জয়শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর মেধাবী ছাত্রী নিপার ইচ্ছার বিরুদ্ধে তার পিতা-মাতা জোড়পূর্বক সানুহার গ্রামের বেলায়েত খানের পুত্র মোঃ সোহেল খানের (৩০) সাথে বিয়ের দিন তারিখ ঠিক করেন। শুক্রবার দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধুর সাজে সাজিয়ে নিয়ে যাওয়া হবে নিপাকে। আর এ বাল্য বিয়ের সকল কাজের সহায়তা করছে আজিজ সরদারের নিকটতম আত্মীয় আটিপাড়া গ্রামের মাহাবুবুর রহমান।

নিপা জানায়, আজ শুক্রবার নিজের ইচ্ছার বিরুদ্ধে পিতা-মাতার জোরপূর্বক আমার বিয়ের দিনধার্য করেছে। বৃহস্পতিবার নিপার ১৮ বছর পূর্ণতা করে জন্মসনদ আনার জন্য তার অভিভাবকেরা স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়ে ধর্না দিয়েও ব্যর্থ হন।

উজিরপুর-শিকারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি জেনে শুনে অন্যায় কাজের সহায়তা করতে পারিনা। তাই আমি নিপার জন্ম তারিখ বাড়িয়ে তার পিতার নিতে আসা জন্মসনদ দেইনি। স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দরা মেধাবী নিপার আজ শুক্রবারের বাল্যবিয়েটি বন্ধ করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ কামনা করেছেন।