আগৈলঝাড়ায় সরকারী গাছ কাটতে বাঁধা দেয়ায় বন কর্মকর্তাসহ দু’জনের ওপর হামলা

নিজস্ব সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় বন বিভাগের গাছ কাটতে বাঁধা দেয়ায় বন কর্মকর্তা ও অফিস সহকারীকে গতকাল শুক্রবার দুপুরে মারধর করে আহত করেছে স্থানীয় ক্ষমতাসীন দলের কতিপয় লোকজনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, বন বিভাগের রোপনকৃত উপজেলার ধরাধর দিঘির পাড় থেকে রতœপুর ইউনিয়ন পরিষদ সড়কের বেলুহার নামকস্থানের গাছ কেটে নেয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা বন বিভাগের কর্মকর্তা কে.বি.এম ফেরদৌস ও অফিস সহকারী দেলোয়ার বেপারী। তারা ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটতে থাকা স্থানীয় আ’লীগ নেতা শাহাবুদ্দিন ভূঁইয়া ও তার লোকজনদের বাঁধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী শাহবুদ্দিন ভূইয়া, জালাল ভূইয়া ও তাদের সহযোগীরা বন কর্মকর্তা ফেরদৌস ও দেলোয়ারকে মারধর করে আহত করে। খবর পেয়ে থানার এসআই আলী আহম্মদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত বন কর্মকর্তা ও তার সহকারীকে উদ্ধারসহ কাটা গাছ জব্দ করেন। এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।