নিজস্ব সংবাদদাতা ॥ বঙ্গমাতা ফুটবল প্রাথমিক টুর্নামেন্টের খেলায় শুক্রবার সেমিফাইনালে উঠেছে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ষ্টোডিয়ামে আগৈলঝাড়ার শিহিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে ও বরিশাল সদর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পশ্চিম বার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা।