গৌরনদীর সাউদেরখালে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

নিজস্ব সংবাদদাতা ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদেরখাল নামকস্থানে গতকাল বৃহস্পতিবার দুপুরে বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী ইলিশ পরিবহনের ধাক্কায় গরু বোঝাই নসিমন ট্রলারে থাকা গরু ব্যবসায়ী হোসেন হাওলাদার (৩৬) নিহত হয়েছেন। আহত হয়েছে মুজাহার আলী গাজী নামের আরেক ব্যবসায়ী। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসটি আটক করেন। নিহত হোসেন হাওলাদার বরিশাল বিমানবন্দর থানার উত্তর রহমতপুর গ্রামের বুরজুক আলী হাওলাদারের পুত্র।

পুলিশ জানায়, একই গ্রামের গরু ব্যবসায়ী হোসেন হাওলাদার ও মুজাহার আলী গাজী নসিমন ট্রলারে তিনটি গরু বিক্রির জন্য গৌরনদীর ভুরঘাটার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মহাসড়কের গৌরনদীর সাউদেরখাল ইমাম উদ্দিন পাগলের মাজারের সম্মুখে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইলিশ পরিবহন বেপরোয়া গতিতে যাওয়ার সময় নসিমন ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে নসিমন ট্রলারটির সম্মুখ ভাগ দুমড়ে মুচরে যায়। ঘটনাস্থলেই হোসেন হাওলাদার নিহত ও মুজাহার আলী গাজী গুরুতর আহত হয়। আহতকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।