নিজস্ব সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে যৌণ হয়রানীর প্রতিবাদ করার জেরধরে হামলা ও সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ নিয়ে বুধবার রাতে স্থানীয় সালিশ বৈঠকে বখাটে ও তার দু’সহযোগীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, উপজেলার বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে স্থানীয় বখাটে জেবান মিয়া তার সহযোগী ইউসুফ ও আহাদ মিয়া দীর্ঘদিন থেকে যৌণ হয়রানী করে আসছিলো। বিষয়টি স্কুল ছাত্রী তার ভাই হাসানকে জানায়। হাসান মঙ্গলবার বখাটেদের শ্বাসিয়ে দেয়ায় ক্ষিপ্ত হয়ে বখাটেরা হাসানকে মারধর করে। এনিয়ে হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের হাসান, বখাটে জেবান, ইউসুফ, আহাদসহ ৫ জন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও স্থানীয়রা বিষয়টি সালিশ মীমাংসার আশ্বাস দেয়। বুধবার রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হামিদ খানের উপস্থিতিতে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ওই তিন বখাটের প্রত্যেককে ১০ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সালিশ বৈঠকে অন্যান্যদের মধ্যে স্থানীয় সমাজ সেবক লাভলু ভাট্টি, ছালাম ভাট্টি, আব্দুল হাই মিয়া উপস্থিত ছিলেন।