আগৈলঝাড় সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় লক্ষ্মী পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী বার্ষিক লক্ষ্মী দশহরার মেলা বুধবার উপজেলা সদরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মেলায় উপজেলার ৫টি ইউনিয়ন ও পাশ্ববর্তী কোটালীপাড়া, উজিরপুর থেকে আসা হিন্দু ধর্মালম্বী লোকজন বাদ্যের তালে তালে নেচে গেয়ে লক্ষ্মী প্রতিমা নিয়ে মেলায় অংশ গ্রহণ করেন। মেলায় হিন্দুধর্মালম্বী সহ বিভিন্ন ধর্মের হাজার হাজার লোকজনের সমাগম ঘটে।
মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদার, আওয়ামীলীগ আহ্বায়ক ইউসুফ মোল্লা, ভাইস চেয়ারম্যান জসিম সরদার, সুনীল বাড়ৈ, বিপুল দাসসহ প্রমুখ। মেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।