নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মাহিলাড়া মর্ডান ক্লাবের উন্নয়ন সভা বৃহস্পতিবার সকালে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল জেলা উত্তর বিএনপির সহসভাপতি লোকমান হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা আবু সাঈদ নান্টু, বিআরডিবির চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গোলাম মনির মিয়া, আ’লীগ নেতা হাফেজ নুরুল হক, শাহজাহান মিয়া, ইউপি সদস্য কামাল সরদার, আনোয়ার হোসেন, চাঁনমনি দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী মনোরঞ্জন শিকদার, ছিদাম দাস, হুমায়ুন আকন, তোতা মিয়া প্রমুখ। শেষে প্রধান অতিথি লোকমান হোসেন খান মাহিলাড়া মর্ডান ক্লাব ও হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিনোদনের জন্য একটি টিভি ও আসবাবপত্র প্রদান করেন।