স্টাফ রিপোর্টার ॥ গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের ইউপি সদস্য কাজী গিয়াস উদ্দিন বাবুলের পুত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ঢাকা মিরপুরের প্রাইম ইউনির্ভাসিটির মার্ষ্টাস শেষবর্ষের মেধাবী ছাত্র কাজী মাকছুদ আহম্মেদ নোমান (২৬) গত বুধবার দুপুর একটায় ঢাকার মিরপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়।
আজ বৃহস্পতিবার সকাল আটটায় মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বরিশাল-১ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম. জহির উদ্দিন স্বপন, বরিশাল জেলা উত্তর বিএনপি সহসভাপতি এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, চাঁদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, উপজেলা জিয়া পরিষদের সভাপতি ভূঁইয়া রাশেদুজ্জামান ঝিলাম, চাঁদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি তাইফুর রহমান কচি, সাপ্তাহিক আলোকিত সময় ও অনলাইন গৌরনদী ডটকমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যান ফ্রন্টের গৌরনদী উপজেলা কমিটির সভাপতি শিক্ষক সুরেশ দাস, সম্পাদক ও সাংবাদিক প্রেমানন্দ ঘরামী, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এ খালেক, চাঁদশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজী মাহাবুব আলম প্রমূখ।