মালয়েশিয়ায় ছাঁদ থেকে পরে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা ॥ মালয়েশিয়ার কুয়ালালামপুরের ক্যালাম এলাকার বান্দারটেক নামকস্থানের নির্মানাধীন ভবনের ছাঁদ থেকে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যুবরন করেছেন বাংলাদেশী শ্রমিক জুলহাস সরদার (২৭)। বৃহস্পতিবার সকালে তার মৃত্যুর খবর নিজ এলাকা বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামে ছড়িয়ে পরলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জুলহাসের পিতা ওই গ্রামের মোঃ আজাহার আলী সরদার জানান, তাদের অভাবের সংসারের হাল ধরার জন্য ২০০৬ সনের শেষের দিকে তার পুত্র জুলহাস সরদার মালয়েশিয়ায় পাড়ি জমায়। ৪ বছর পর দেশে ফিরে সর্বশেষ গত ১ বছর পূর্বে জুলহাস পূর্ণরায় কর্মস্থল মালয়েশিয়ায় যায়। জুলহাস পেশায় একজন রাজমিস্ত্রি ছিলো। মালয়েশিয়ার কুয়ালালামপুরের ক্যালাম এলাকার বান্দারটেক নামকস্থানের নির্মানাধীন ভবনের ছাঁদে কাজ করতে গিয়ে গত মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকেলে জুলহাস অসাবধানতাবশত নিচে পরে যায়। তার সহযোগীরা মুর্মুর্ষ অবস্থায় তাৎক্ষনিক তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে জুলহাস মৃত্যুবরন করে। জুলহাসের লাশ দেশে ফিরিয়ে আনতে তার পরিবারের লোকজন মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উধ্বর্তন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।