নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ২০০১ ব্যাচের পুনর্মিলনী ও সন্মাননা অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজিত উন্মুক্ত আলোচনা, প্রীতি ভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাবেক শিক্ষকদের সন্মাননা স্মারক প্রদানের মধ্যদিয়ে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ১৯১৯ সনে মহাত্মা ভেগাই হালদার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহি আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী (বিএইচপি একাডেমী)’র ২০০১ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যতিন্দ্র নাথ মিস্ত্রির সভাপতিত্বে একাডেমীর হল রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক অরুণ কৃষ্ণ হালদার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক সুখবিন্দু সরকার, মাওলানা আব্দুর রব, চিত্ত রঞ্জন মন্ডল, ননী ভূষন সমদ্দার, সুনীল বাড়ৈ, আসাদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০০১ ব্যাচের শিক্ষার্থী সনৎ সরকার, মামুন বিশ্বাস, তাপস সরকার, সুমন হাওলাদার, সুমন দাস, রফিকুল ইসলাম, মুরাদ হোসেন, পলাশ দত্ত, সুমন দাস, নাজমুল ফকির, সৌমেন মজুমদার, তারেক আহম্মেদ, সৈকত মন্ডল দীপু, উজ্জল সরকার, জামাল হাওলাদার, শওকত মোল্লা, তারেক হাসান, পাভেল হাওলাদার, সামাদ হোসেন, গোবিন্দ হালদার, বিধান পান্ডে, মিলন কর, সিমসন বাড়ৈসহ অন্যান্য শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষে প্রয়াত শিক্ষক উদয় শংকর মুখার্জি ও নারায়ন চন্দ্র মন্ডলকে মরোনত্তর সন্মাননা সহ ৪৩ জন শিক্ষককে সন্মাননা স্মারক প্রদান করের ব্যাচের শিক্ষার্থীরা। প্রয়াত শিক্ষক উদয় শংকর মুখার্জির ও নারায়ন চন্দ্র মন্ডলের পক্ষে তাদের সহধর্মিনিরা সন্মাননা স্মারক গ্রহন করেন।