আগৈলঝাড়ায় দু’সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব সংবাদদাতা ॥ সংবাদ সংগ্রহের জেরধরে আগৈলঝাড়া উপজেলার কর্মরত দু’সাংবাদিকের ওপর গতকাল শুক্রবার দুপুরে ও বিকেলে দু’দফা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা। গুরুতর আহত এক সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের রাজু ফরিয়ার কন্যা সুমাকে যৌতুকের দাবিতে গতকাল শুক্রবার সকালে অমানুষিক নির্যাতন করে বসত ঘরে অবরুদ্ধ করে রাখে তার স্বামী বড়ইতলা গ্রামের রেজাউল সরদার। নির্যাতিতা সুমার মা মাহিনুর বেগম শুক্রবার দুপুরে বিষয়টি স্থানীয় সাংবাদিক সাইফুল মৃধার কাছে অভিযোগ করেন। সংবাদের সত্যতা যাচাই করার জন্য তাৎক্ষনিক সাংবাদিক সাইফুল মৃধা ঘটনাস্থল বড়ইতলা গ্রামে যায়। মাহিনুর বেগমের দেয়া অভিযোগের সত্যতা পেয়ে সাংবাদিক সাইফুল রেজাউলের বাড়ি থেকে বের হয়ে তার ব্যবহৃত মটরসাইকেলটি না দেখে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পাশ্ববর্তী খাল থেকে মটরসাইকেলটি উদ্ধার করেন। এসময় ঘটনাস্থলে আকস্কিক ভাবে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহের জেরধরে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী মনির বেপারী ওরফে মন্টে মনির ও তার সহযোগীরা সাংবাদিকের ওপর হামলা চালিয়ে আহত করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। ওইদিন বিকেলে থানার গেটের সম্মুখে বসে পূর্বপরিকল্পিত ভাবে সন্ত্রাসী মনির বেপারী ওরফে মন্টে মনির ও তার সহযোগীরা পূর্ণরায় সাংবাদিক সাইফুল মৃধা ও সেলিম ভূঁইয়ার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় পুলিশ ধাওয়া করে সন্ত্রাসী মনির বেপারী ওরফে মন্টে মনির, তার সহযোগী ইমানুল গাজী ও শামীমকে গ্রেফতার করেছে। আগৈলঝাড়া থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলায় গুরুতর আহত সাংবাদিক সাইফুল মৃধাকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।