নিজস্ব সংবাদদাতা ॥ ছোট ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে শনিবার বিকেলে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন বড় ভাই আলাউদ্দিন হাওলাদার (৫৫)।
জানা গেছে, ওই গ্রামের মৃত হাচেন আলী হাওলাদারের পুত্র আলাউদ্দিন হাওলাদারের সাথে তার ছোট ভাই শাহজাহান হাওলাদারের (৫০) জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এরজেরধরে অতিসম্প্রতি রাতের আধাঁরে আলাউদ্দিনের মাছের ঘেরের বান কেটে দেয় ছোট ভাই শাহজাহান। এতে ঘেরের লক্ষাধিক টাকার মাছ ভেসে যায়। গত শুক্রবার (২ নবেম্বর) বিকেলে শাহজাহান তার বড় ভাই আলাউদ্দিনের ২৫’শ টাকা মূল্যের একটি ছাগল পিটিয়ে মেরে ফেলে। এছাড়াও শাহজাহান তার বড় ভাইকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ছোট ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে শনিবার বিকেলে ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বড় ভাই আলাউদ্দিন হাওলাদার।