নিজস্ব সংবাদদাতা ॥ সারা দেশের মতো আজ রবিবার থেকে শুরু হচ্ছে জুনিয়র সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। প্রথমবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। গত বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলায় মোট ৮৫ হাজার ৫২৭ জন পরীক্ষা দিলেও এবার পরীক্ষা দিচ্ছে ৮৫ হাজার ৪২২ জন। এরমধ্যে ছাত্র ৪১ হাজার ২৭৬ জন এবং ছাত্রী ৪৪ হাজার ১৪৬ জন। গত বছর ৯৮ টি কেন্দ্রর পরিবর্তে এবার ১২ টি বাড়িয়ে ১১০ টি করা হয়েছে।