নিজস্ব সংবাদদাতা ॥ রেলের ভাড়া বৃদ্ধি, পদ্মা সেতু নিয়ে দুর্নীতি, দ্রব্যমুল্যের উর্দ্বগতির প্রতিবাদে বরিশালে ১৮ দল আয়োজিত প্রতিবাদ সমাবেশ বিএনপির নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সমাবেশের সামনে আসা ও শ্লোগান দেয়া নিয়ে রবিবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হলস্থ বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।
বিকেল ৫ টায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর জামায়াতের আমীর এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, খেলাফত মসলিসের মহানগর সভাপতি মোঃ আবুল কাশেম, মহানগর বিএনপির সম্পাদক এ্যাডভোকেট কামরুল হাসান শাহিন প্রমুখ। সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।