টুকু বাহিনীর হামলায় আহত গৌরনদীর দিনমজুরের অবস্থা আশংকাজনক

নিজস্ব সংবাদদাতা ॥ হত্যার উদ্দেশ্যে বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী টুকু বাহিনীর ক্যাডারদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত দিনমজুর রানা ওরফে ফালান শরীফের অবস্থা আশংকাজনক। মৃত্যুর যন্ত্রনায় বরিশাল শেবাচিম হাসপাতালের বেডে ছটফট করছে ফালান (১৯)। রবিবার রাতে ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের ক্ষতস্থানে অস্ত্রপাচার করা হয়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেননি।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতে প্রকাশ্য অস্ত্র মহরা দিয়ে গেরাকুল গ্রামের দিনমজুর রানা ওরফে ফালান শরীফ ও বেল্ল¬াল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী ভাবে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। দিয়াশুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী টুকু বাহিনীর প্রধান টুকু মল্লিক ও তার ক্যাডার কাওসার সরদার, সোহেল মল্লি¬কসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন থেকে এলাকায় নানা সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের জোড়প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।