নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম গোলাম হোসেন শিকদার, সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাত্তার মাষ্টার, কৃষক দলের সভাপতি মতলেব হাওলাদার, যুবদলের সহসভাপতি শহীদ বেপারী, বিএনপি নেতা লতিফ মৃধা, হাকিম ডাকুয়ার স্মরণে বাটাজোর মাধ্যমিক বিদ্যালয় মসজিদে ছাত্রদলের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। অনুষ্ঠিত স্মরন সভায় সভাপতিত্ব করেন বাটাজোর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুনুর রহমান মামুন।
বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বাবুল, সহসভাপতি আঃ খালেক বিশ্বাস, সাধারন সম্পাদক লাভলু সরদার, বাটাজোর ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির রিপন রাঢ়ী, শ্রমিক দলের সভাপতি সেলিম হাওলাদার, যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোকলেচুর রহমান, যুবদল নেতা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির শিকদার, সহসভাপতি কামাল খন্দকার, যুবদল নেতা জামাল হাওলাদার, ছাত্রদল নেতা নিশু মৃধা, শহিদুল সরদার, আশিষ বণিক, স্বপন, রনি বেপারী প্রমুখ।