নিজস্ব সংবাদদাতা ॥ দীর্ঘ নয়দিন জিম্মি থাকার পর আগৈলঝাড়ার বহুল আলোচিত আলোশিখা নামের সেই এনজিও’র কবল থেকে মঙ্গলবার মুক্তি পেয়েছেন চিকিৎসক আকরাম হোসেন দিদার ও তার পরিবারের সদস্যরা। তবে কল্যান তহবিলের টাকা না দিয়ে একযুগ ধরে কর্মরত চিকিৎসককে শূন্য হাতে বিদায় দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গত ২৯ অক্টোবর ওই চিকিৎসক পরিবারকে জিম্মি করা হয়। পরবর্তীতে স্থানীয় থানা পুলিশের সহয়তায় মঙ্গলবার সকালে তারা মুক্তি লাভ করেন। ডাঃ দিদার জানান, ২০০২ সনে তিনি মেডিকেল অফিসার হিসেবে আলোশিখা এনজিও’র মারিয়া মাদার চাইল্ড ক্লিনিকে যোগদান করেন। সম্প্রতি, এনজিও কর্তৃপক্ষের সাথে মতবিরোধ দেখা দিলে তিনি গত ২৯ অক্টোবর চাকুরী থেকে অব্যাহতি চেয়ে ক্লিনিকের পরিচালক বেনজামিন হালদারের কাছে আবেদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে ক্লিনিক কর্তৃপক্ষ ডাঃ দিদার, তার স্ত্রী লুৎফা দিদার ও ভগ্নিপতি জিহাদ হোসেনকে ক্লিনিকের কোয়াটারে জিম্মি করে রাখেন।