Menu Close

উজিরপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উজিরপুর সংবাদদাতা ॥ যুদ্বাপরাধীদের বিচার বানচাল করতে দেশ ব্যাপী জামায়াত-শিবিরের তান্ডবলীলা,নৈরাজ্য ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উজিরপুর উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের উদ্দ্যোগে রোববার সকাল ১০ টায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে উপজেলার ৯টি ইউনিয়নের নেতাকর্মীরা অশগ্রহন করে। উজিরপুর বাজারের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার মেজর এম,এ, জলিল ভাস্কর্যের সামনে নেতা কর্মীরা বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি এস,এম,জামাল হোসেন,সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারন সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু,যুবলীগ সম্পাদক রইসুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ কামাল হোসেন সবুজ, শ্রমিকলীগ আহব্বায়ক মোঃ আনোয়ার হোসেন খান, মুক্তিযোদ্বা কমান্ডার মোঃআক্রাম হোসেন হাওলাদার,ছাত্রলীগ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সহ-সভাপতি আনিচুর রহমান নয়ন প্রমুখ।