Menu Close

বামরাইল ইউনিয়নের পূর্বধামসরে বাবা-মায়ের কাছ থেকে তুলে নিয়ে শিশু কন্যাকে ধর্ষণ

নিজস্ব সংবাদদাতা ॥ বাবা-মায়ের সাথে রাতে ঘুমিয়ে ছিলেন চার বছরের শিশু কন্যা তানিয়া আক্তার স্মৃতি। গভীর রাতে ঘরের বেড়া কেঁটে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা শিশুটিকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে রাতভর ধর্ষণ করে শিশুটিকে ফেলে রাখা হয় নির্জন এলাকার একটি পান বরজে। বৃহস্পতিবার রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্বধামসর গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের দিনমজুর চুন্নু সিকদার ও তার স্ত্রী হাফিজা বেগম শিশু কন্যা তানিয়া আক্তার স্মৃতিকে (৪) নিয়ে বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে একই গ্রামের মন্টু হাওলাদারের নির্জন এলাকার পান বরজ থেকে মুর্মুর্ষ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে উজিরপুর ও তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালের ফরেন্সিফ বিভাগে ভর্তি করা হয়। খবর পেয়ে উজিরপুর থানার ওসি (তদন্ত) সাহাবুদ্দিন তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। ওইদিন বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ও সার্কেল এসপি রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় উজিরপুর থানায় ওইদিন সন্ধ্যায় শিশুটির পিতা চুন্নু সিকদার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন।