নিজস্ব সংবাদদাতা ॥ জামায়াত-শিবিরের নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা ও চেষ্টার অভিযোগে গত ১০দিনে বরিশাল জেলায় মোট ৬৯ জন জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
বরিশাল র্যাব-৮ ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ, মেট্রোপলিটনের চার থানা ও র্যাব-৮-এর অভিযানে গত ১০দিনে বিভিন্নস্থান থেকে অভিযান চালিয়ে জামায়াত ও ছাত্র শিবিরের এ নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শামছুদ্দিন জানান, গত কয়েক দিনের অভিযানে মডেল থানা পুলিশ ৩৮ জন, কাউনিয়া থানা ১জন, বন্দর থানা ১জন, বিমান বন্দর থানা ৫জন জামায়াত ও ছাত্র শিবিরের নেতা-কর্মীকে নাশকতা মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছেন। অপরদিকে র্যাব-৮এর ক্যাপ্টেন সৈয়দ মোঃ সরফরাজ ওবায়েত জানান, নগরীতে জামাত-শিবিরের কয়েকদিনে চলমান তান্ডব ও সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে র্যাব মোট ১৯ জনকে গ্রেফতার করেছে। অন্যদিকে, জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, জেলার ৯টি থানা পুলিশ জামায়াত ও ছাত্র শিবিরের ৫জনকে গ্রেফতার করেছে।