আগৈলঝাড়া সংবাদদাতা ॥ আগামী ১৯ নভেম্বর বিএনপি’র চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বরিশাল আগমণ উপলক্ষে জনসভা সফল করার লক্ষ্যে আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ত্রি-ধারায় বিভক্ত হয়ে গণসংযোগ, পোষ্টারিং, সভা-সমাবেশ করে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপি’র কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আঃ সোবাহান আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ও বাগধা ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে গণসংযোগ করেছেন।
অপরদিকে আকন কুদ্দুসুর রহমান সমর্থিত দলীয় নেতাকর্মীরাও জনসভা সফল করার উদ্দেশ্যে উপজেলার বিভিন্নস্থানে গণসংযোগ অব্যাহত রয়েছে।
এদিকে সাবেক এমপি জহিরউদ্দিন স্বপনের অনুসারীরাও বরিশালে চেয়ারপার্সনের জনসভা সফল করার উদ্দেশ্যে গোপণে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। দলে গ্রুপিং-এর কারণে উপজেলা যুবদলও পৃথকভাবে বরিশালে চেয়ারপার্সনের জনসভা সফল করার লক্ষ্যে তাদের দলীয় কর্মকান্ড অব্যাহত রেখেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জনসভা সফল করার উদ্দেশ্যে গণসংযোগ ও পথসভা করছেন।