বেগম খালেদা জিয়ার বরিশাল সফর নিয়ে বিএনপি’র সাংবাদিক সম্মেলন

বরিশাল সংবাদদাতা ॥ আগামী ১৯ নভেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমাবেশ সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার জোটের পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয় বঙ্গবন্ধু উদ্যান (বেলস্ পার্ক) ময়দানে লাখো জনতার উপস্থিতি নিশ্চিত করতে এ বিভাগের সকল জেলা ও উপজেলায় গণসংযোগ করা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ১৮ দলীয় জোটের সমন্বয়কারী মহানগর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার এমপি অভিযোগ করেন তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে দেশবাসী সোচ্চার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাবেশে শুধু দলীয় নেতা-কর্মীরা নয় সাধারণ মানুষও হাজির হবেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয় আড়াই বছর পর বিরোধী দলীয় নেত্রীর বরিশাল সফরকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সাংবাদিক সম্মেলনে জেলা বিএনপি’র কোনো নেতা উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মঞ্চ থেকে উত্তর জেলা বিএনপি’র সভাপতি সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ দাঁড়িয়ে বলেন আমি জেলার পক্ষ থেকে এখানে এসেছি। দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি-সাধারণ সম্পাদক সহ আহসান হাবিব কামালের সমর্থিত কোনো নেতা-কর্মী সাংবাদিক সম্মেলনে হাজির হননি। এছাড়াও বেগম জিয়ার সফর নিয়ে বানারীপাড়া, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জে বিএনপি’র অভ্যন্তরীন সংঘাতের বিষয়ে প্রশ্ন করা হলে মজিবর রহমান সরোয়ার বলেন বিএনপি’র মতো বড় দলে স্থানীয় পর্যায়ে বিরোধ থাকাই স্বাভাবিক। এ দল থেকে কেউ এমপি, মেয়র ও উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ পদ পেতে স্বার্থের সংঘাত বড় রাজনৈতিক দলে থাকবেই। জামায়াত ইসলামী সম্পর্কে বেগম খালেদা জিয়ার বক্তব্য নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মজিবর রহমান সরোয়ার বলেন ১৮ দলীয় জোট এখনো অটুট রয়েছে। এ কারনেই জামায়াতকে সাথে নিয়ে আমি কাজ করছি।

সাংবাদিক সম্মেলনে মহানগর জামায়াতের আমির এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল আহসান শাহীন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চাঁন, প্যানেল মেয়র আলতাফ মাহমুদ শিকদার, কেএম শহীদুল্লাহ, আয়শা তৌহিদা লুনা, কাউন্সিলর মীর জাহিদুল কবির, এডভোকেট আলী হায়দার বাবলু, মহানগর যুবদলের আহবায়ক জিয়া উদ্দিন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার বরিশাল সফর নিয়ে বিএনপি’র সাংবাদিক সম্মেলন