নিজস্ব সংবাদদাতা ॥ দৈনিক প্রথম আলোর কালকিনি প্রতিনিধি মোঃ খায়রুল আলম সহ অনান্য সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে গৌরনদীতে ৩ উপজেলার সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে সকাল ১০টায় ঢাকা- বরিশাল মহাসড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে গৌরনদী প্রেসক্লাব চত্বরে মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ আসাদুজ্জামান রিপন,সদস্য মনিষ চন্দ্র বিশ্বাষ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদ ফেরদৌস মোল্লা বাবু,কোষাধ্যক্ষ আজাদ রহমান,কালকিনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম খোন্দকার আহম্মেদ, সদস্য সালাউদ্দিন মামুন,আহত সাংবাদিক খায়রুল আলমের বড় ভাই বাবুল বেপারী প্রমূখ। বক্তারা কালকিনির সাংবাদিক খায়রুলসহ সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাংবাদিকদের সাথে একাত্বতা প্রকাশ করেন গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহেআলম মঞ্জু।
উল্লেখ্য, কালকিনি পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দুলালের অনিয়ম, দূর্নীতি ও তার ক্যাডারদের সন্ত্রাসী কর্মকান্ডের সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে এর জের ধরে গত ১০ নভেম্বর প্রথম আলোর কালকিনি প্রতিনিধি খায়রুল আলমকে রক্তাক্ত জখমসহ সাংবাদিকদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা।