খালেদার আগমনের তোরনের সাথে ধাক্কা লেগে বরিশালে যাত্রীবাহী বাস উল্টে ৫ জন নিহত

নিজস্ব সংবাদদাতা ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বরিশাল আগমন উপলক্ষ্যে খয়রাবাদ সেতুর কাছে নির্মানাধীন তোরনের সাথে ধাক্কা লেগে গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় বরিশাল নগরী সংলগ্ন দপদপিয়া সেতুর সন্নিকটে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই এক মহিলাসহ ৫ জন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটা উদ্ধার অভিযান চলছে।

ঘটনাস্থল থেকে দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান মিয়া জানান, সিফাত পরিবহনের যাত্রীবাহী বাসটি (বরিশাল-ঢ-১১-০০৭০) কুয়াকাটা থেকে বরিশালে আসছিলো। পথিমধ্যে দপদপিয়ার খয়রাবাদ সেতুর কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পরে যায়। স্থানীয়রা অজ্ঞাতনামা পাঁচজন যাত্রীর লাশ উদ্ধার করেছে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত বাসের ২৫ জন যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। উদ্ধার অভিযান সমাপ্ত হলে হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বরিশাল আগমন উপলক্ষ্যে খয়রাবাদ সেতুর কাছে তোরন নির্মানের কাজ চলছিলো। অন্ধকারে বাসের চালক তা দেখতে না পেয়ে তোরনের সাথে ধাক্কা দেয়। তোরনসহ ভেঙ্গে চুড়ে বাসটি মুহুর্তের মধ্যেই সেতু থেকে গড়িয়ে ২৫ থেকে ৩০ ফুট নীচে পড়ে যায়। বাসটি উল্টে থাকায় উদ্ধার অভিযান ব্যহৃত হচ্ছে।