খালেদা জিয়া’র আগমন উপলক্ষে তোরন, ব্যানার পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে ঢাকা-বরিশাল মহাসড়ক

নিজস্ব সংবাদদাতা ॥ বিএনপির চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বরিশাল আগমন উপলক্ষে তোরন, ব্যানার, ফেস্টুন, পোস্টার ও দৃষ্টি নন্দন বিলবোর্ডে ছেয়ে গেছে ঢাকা-বরিশাল মহাসড়কের দু’ পাশ।

দলীয় সুত্রে জানা গেছে, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া আজ (বরিবার) রাত ৯টার দিকে সড়ক পথে বরিশাল আসছেন। রাতে বরিশাল সার্কিট হাউজে অবস্থান করবেন। সোমবার বিকেল ৪টায বরিশাল বের্লস পার্কে ১৮ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষন দিবেন।

তার আগমনকে কেন্দ্র করে দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের বিএনপির সম্ভব্য প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ৫ হাজার ব্যানার, ৭টি তোরন, ১০ বিশাল আকারের বিল বোর্ড, ৩ হাজার ফেস্টুন ও ১০ হাজার শুভেচ্ছা পোস্টার ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা থেকে বাটাজোর পর্যন্ত টাঙিয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অপর সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সোবহান ১৩ টি তোরন, ৫ হাজার ব্যানার, ২ হাজার ফেস্টুন ও ৫ হাজার শুভেচ্ছা পোস্টার সাটানো হয়েছে।

বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সহসভাপতি ইজ্ঞিনিয়ার ড.শাহ আলম, গৌরনদী বিএনপির সভাপতি ও বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সহসম্পাদক এসএম মনিরুজ্জান মনির ব্যানার ও শুভেচ্ছা পোস্টার সাটিয়েছেন।

বরিশালের সিমান্তবর্তী ভুরঘাটায় আকন কুদ্দুসুর রহমানের বিশাল আকারের দৃষ্টিনন্দন বিলবোর্ডগুলো পথচারীদের নজর কেড়েছেন।

খালেদা জিয়া'র আগমন উপলক্ষে তোরন, ব্যানার পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে ঢাকা-বরিশাল মহাসড়ক