নিজস্ব সংবাদদাতা ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ রবিবার বরিশালে যাচ্ছেন। আগামীকাল সোমবার বিকেল তিনটায় তিনি নগরীর বেলস্ পার্র্কে (বঙ্গবন্ধু উদ্যান) মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষন দেবেন। ইতোমধ্যে শেষ হয়েছে সকল সাজ সজ্জার কাজ। এখন শুধু খালেদা জিয়ার আসার অপেক্ষা। এখানকার বিএনপির নেতাদের দাবি ১৯ নবেম্বরের মহাসমাবেশ হবে স্মরণকালের সেরা সমাবেশ। আর এ সমাবেশে বরিশালের জনগন সমর্থন করবে। সমাবেশকে সফল করতে ১৯ নবেম্বর সোমবার ১২ লাখের চেয়েও বেশি জনসমাগম হবে বলে আশাবাদী বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা।
দলীয় সুত্রে জানা গেছে, ১৮ দলীয় জোটের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষন দেবেন। সমাবেশ স্থল তৈরির যাবতীয় কাজের দায়িত্বে থাকা দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন সকল প্রকার প্রস্তুতি শেষ হয়েছে। জনসভায় আহ্বায়কের দায়িত্বে আছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল হাসান শাহীন। তিনি বলেন, এ সমাবেশে ১২ লাখের চেয়েও বেশি জনতা জড়ো হবে। এটি হবে স্মরণকালের সেরা জনসভা। আর এ জনসভার মাধ্যমে সরকার পতনের ডাক দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। সূত্রে আরো জানা গেছে, খালেদা জিয়ার আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। এর আগে গত শুক্রবার আ’লীগের দলীয় কার্যলয়ে সিটি মেয়র ও মহানগর আ’লীগের আহবায়ক শওকত হোসেন হিরন সাংবাদিক সম্মেলন করে ঘোষনা দিয়েছেন, ১৯ নবেম্বর বিএনপির মহাসমাবেশে সার্বিক সহযোগীতা করবে আ’লীগ। গতকাল শনিবার মেট্রো পুলিশের পক্ষ থেকে সভাস্থল পরিদর্শন করা হয়েছে।
অপরদিকে এখানকার বিএনপির অভ্যন্তরীন কোন্দল ফের মাথা চারা দিয়ে উঠেছে। ইতোমধ্যে জেলার গৌরনদীতে বিএনপির সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের সমর্থকদের ওপর হামলা চালিয়ে আহত করেছে বিএনপি নেতা আব্দুস সোবাহানের সমর্থকেরা। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।