বরিশাল সংবাদদাতা ॥ বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের জন্মদিন বিএনপি’র বিবাদমান দু’গ্র“প পৃথক ভাবে পালণ করেছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা হয়। জেলা বিএনপি’র সভাপতি আহসান হাবিব কামালের বাসভবনে এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএনপি নেতা এডভোটেক মজিবর রহমান নান্টু, বিএনপি নেতা হাবিবুর রহমান টিপু, জেলা যুবদল সভাপতি খাজা মোঃ ইকবাল, মহানগর যুবদল সাধারণ সম্পাদক আখতারুজ্জামান শামীম প্রমুখ।
দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর বিএনপি’র সভাপতি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। উপস্থিত ছিলেন সাবেক এমপি আবুল হোসেন খান, বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক, জেলা যুবদল সাধারণ সম্পাদক শাহেদ আকন সম্রাট, মহানগর ছাত্রদলের আহবায়ক আবুল হাসান লিমন প্রমুখ।
এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল পৃথক র্যালী বের করে।