বরিশাল সংবাদদাতা ॥ বিআইডব্লিউটিএ’র উদ্যোগে নৌযান চলাচলের প্রতিবন্ধকতা এড়াতে গাবখান চ্যানেল থেকে বরিশাল পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার ভাসমান কচুরিপানা অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। ৭দিন ব্যাপী এ ক্যাম্পেইন গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। গতকাল ক্যাম্পেইনের উদ্বোধন করেন ক্যাম্পেইন ওয়ার্কের আহবায়ক বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) গোলাম কবির। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ কবির, নৌসংরক্ষন ও পরিচালনা বিভাগের উপ-পরিচালক আশরাফ হোসেন, নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাশার মজুমদার, বন্দর ও পরিবহন বিভাগের সহকারী পরিচালক বশির আলী খান।
নৌ চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টিকারী এ কচুরিপানা আগামী ৭দিন অপসারন করা হবে। এতে ৫টি ট্রলারে ৩০ জন কর্মচারী কাজ করছে। প্রাথমিক ভাবে ২৫ কিলোমিটার নৌপথের কচুরিপানা অপসারণ করা হবে।