Menu Close

বরিশাল মহাসড়কে চলাচলরত অবৈধ যানবাহন বন্ধে জেলা প্রশাসকের হুশিয়ারি

বরিশাল সংবাদদাতা ॥ মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে জেলা প্রশাসক। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বাস মালিক ও শ্রমিকদের সাথে এক জরুরী সভায় জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম অবৈধ যানবাহন বন্ধে কঠোর নির্দেশ দেন। সভায় যে সকল যানবাহনের কোন রুট পারমিট নেই সেগুলোর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল আলম, বি আরটিএর সহকারী পরিচালক নুরুজ্জামান, নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি মোঃ আফতাব হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।