বরিশালের চারটি নদীতে কচুরিপানা অপসারণ শুরু

নিজস্ব সংবাদদাতা ॥ নির্বিঘ্নে নৌ-যান চলাচলের লক্ষ্যে বরিশালের কীর্তনখোলা নদী থেকে ঝালকাঠীর গাবখান চ্যানেলের কাউখালী স্টিমারঘাট পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার নদীর কচুরিপানা অপসারণ অভিযান শুরু হয়েছে।

বিআইডব্লিউটিএ’র উদ্যোগে দক্ষিণাঞ্চলের নৌ-রুটে মাসব্যাপী এ অভিযানের উদ্বোধন করেন বরিশাল বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক টিম লিডার গোলাম কবির। বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উর্ধ্বতন উপ-পরিচালক আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী এজেডএম শাহনেওয়াজ কবির, উপ-পরিচালক আবুল বাশার, সহকারী পরিচালক বশির আলী খান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি দক্ষিণাঞ্চলের বিল থেকে নেমে আসা বিপুল পরিমাণ কচুরিপানায় গুরুত্বপূর্ণ এ রুটের নৌ-যান চলাচলে মারাত্মক বিঘœ সৃষ্টি হচ্ছে। তাই এ সমস্যা সমাধানের জন্য নদী থেকে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেয়া হয়। এ অভিযান চলবে পুরো এক মাস পর্যন্ত।

বরিশালের চারটি নদীতে কচুরিপানা অপসারণ শুরু