আগৈলঝাড়ায় প্রশিকার অবৈধভাবে গাছ বিক্রি করার অভিযোগ ॥ একজন লাঞ্ছিত

আগৈলঝাড়ায় প্রশিকার অবৈধভাবে গাছ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। টেন্ডারের সময় একজনকে লাঞ্ছিত করেছে কতিপয় যুবকরা। স্থানীয় একাধীক সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদে বসে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার এক কিলোমিটার সড়কের ১৭৫ টি বিভিন্ন প্রজাতির গাছ বিক্রির জন্য টেন্ডার আহবান করে আগৈলঝাড়া প্রশিকা। টেন্ডারের আহবানে অবৈধভাবে ২শ টাকা করে ৬০ টি ফরম বিক্রি করে প্রশিকা। ফরম বিক্রিতে তারা রশিদ দেয়নি ক্রেতাদের। এনিয়ে প্রশিকার সাথে ফরম ক্রয়কারীদের বাক-বিতান্ডা হয়। একটি সূত্র জানায় রাজিহার ইউনিয়ন পরিদের সাথে প্রশিকার ১৯৯২ সালে ৩০ আগষ্ট একটি রাজিহার থেকে বাশাইল ওয়াপদা সড়কে বৃক্ষ রোপনের জন্য চুক্তি হয়। প্রশিকার চুক্তির মেয়াদ শেষ হয় ২০০৮ সালের ২০ মার্চ। মেয়াদের পরেও অবৈধ ভাবে তারা ওয়াপদা সড়কের রাস্তার গাছ বিক্রি করছে। প্রশিকার কর্মী ছরোয়ার জানান, ৩৩টি ফরম বিক্রি হয়েছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন জানান, ৪২ টি ফরম বিক্রি হয়েছে। প্রশিকা উপজেলার বিভিন্ন রাস্তা থেকে অবৈধ ভাবে তারা মেয়াদের পরেও গাছ বিক্রি করে বনজ সম্পদ উজার করছে বলে অভিযোগ উঠেছে। এই টেন্ডার নিয়ে গতকাল রাজিহার ইউনিয়ন পরিষদে বসে কতিপয় উশৃংখল যুবকরা আবু তালেবকে লাঞ্ছিত করেছে বলে জানাগেছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস জানান, প্রশিকার যে নিয়মে টেন্ডার দিচ্ছে সে নিয়মটি অবৈধ। তারা সরকারী নিয়ম না মেনে ইচ্ছানুয়ায়ী কাজ করছে।