সেবক না খাদক! লাশ দাফনের আগে বয়স্ক ভাতার কার্ড ফেরত চাইলেন মহিলা কাউন্সিলর

নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী পৌরসভার  হরিসোনা গ্রামের কালাই সরদারের স্ত্রী তানজিলা বেগম (৭০) এর লাশ দাফনের আগেই তার বয়স্ক ভাতার কার্ডটি ফেরত চাইলেন ওই ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সাবিনা খোন্দকার । তিনি কার্ডের জন্য নিজেই সরাসরি হাজির হন ওই বাড়ীতে। একারনে শোকাহত পরিবারের লোকজন সহ এলাকাবাসী একজন জন প্রতিনিধির এ ধরণের হীন আচারনে চরমভাবে ব্যাথিত ও ক্ষুব্ধ হন।

তানজিলা বেগমের পুত্র কামাল সরদার জানান, গত ২৮ নভেম্বর সকালে তার মা মারা যান। বাড়ীর সবাই যখন তার লাশ নিয়ে কান্নাকাটি করছিলেন ঠিক সেই মুহুর্তে ওই ওয়াডের মহিলা কাউন্সিলর সাবিনা খোন্দকার তাদের বাড়ীতে উ্পস্থিত হয়ে তার মায়ের বয়স্ক ভাতার কার্ডটি ফেরত চান। তারা ভেবেছিলেন, তাদের পরিবারের প্র্রতি সমবেদনা জানাতে তার আগমন। কিন্ত তাদের ধারনা মুহুর্তেই পাল্টে যায়। তিনি কোন কিছু না বলেই কার্ডটি চাইলেন। সাবিনার আচারনে জানাজায় উপস্থিত সবাই হতবাক হন। কেউ কেউ মন্তব্য করলেন, তিনি কি সেবক, না খাদক। কার্ডটি দিয়ে বানিজ্য হবে, তাই মহিলা কাউন্সিলর এমনি করেছেন বলেও কেউ কেউ মন্তব্য করেছেন।