আহতর পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী, দত্তেরাবাদ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্থানীয় জামে মসজিদের ইমাম মোতালেব সরদারের কন্যা আয়েশা খানমকে কলেজে যাবার পথে পাশ্ববর্তী উত্তর শোলক গ্রামের ঝন্টু সরদার ও তার সহযোগীরা দীর্ঘদিন থেকে উত্যক্ত করে আসছে। স্থানীয় পর্যায়ে এর প্রতিবাদ করায় গত বুধবার ঝন্টু ও তার সহযোগীরা আয়শাকে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দেয়। হুমকির মুখে মোতালেব তার কন্যা আয়শাকে গত শুক্রবার রাতে ঢাকার এক নিকট আত্মীয়র বাসায় পাঠিয়ে দেন।
শনিবার ভোর রাতে ইমাম মোতালেব সরদার ফজরের আযানের জন্য মসজিদে রওয়ানা হলে পথিমধ্যে লুকিয়ে থাকা ঝন্টু ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিত ভাবে মোতালেবের ওপর হামলা চালিয়ে আহত করে পাশ্ববর্তী খালে চুবিয়ে হত্যার চেষ্ঠা চালায়। এ সময় মোতালেবের আত্মচিৎকারে পাশ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা মোতালেবকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় কলেজ ছাত্রী আয়শার ভাই সুজন সরদার বাদি হয়ে গতকাল রবিবার আগৈলঝাড়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।