পরীক্ষার্থীর ওপর হামলা
বরিশালের গৌরনদী উপজেলার পালরদী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কাজী আরিফ হোসেনের ওপর গতকাল রবিবার দুপুরে হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে একই বিদ্যালয়ের ৪/৫জন ছাত্র ও তাদের সহযোগীরা। আহতকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা গেছে, পূর্ব শত্র“তার জের ধরে গতকাল রোববার স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আসা এসএসসি পরীক্ষার্থী বিল্লগ্রামের কাজী আরিফ হোসেনের ওপর একই বিদ্যালয়ের শিক্ষার্থী ইলিয়াস, মেহেদী ও তাদের সহযোগীরা পূর্বপরিকল্পিভাবে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।