নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ৩৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২৫ ডিসেম্বর ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক (চলতি দায়িত্ব) ড. মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের বাটাজোর শাখার ব্যবস্থাপক মোঃ ফিরোজ আহম্মেদ। বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজমুল করিম সিদ্দিকী, মোঃ মোকলেচুর রহমান, বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বাবুল, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সামচুল হক হাওলাদার, পরিমল চক্রবর্তী, মাহিলাড়া কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ ফোরকান আহম্মেদ প্রমুখ। সভার শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন।