নিজস্ব সংবাদদাতা ॥ এবারের জেএসসি পরীক্ষায় বরিশালের গৌরনদী গালর্স হাইস্কুল এন্ড কলেজ থেকে রুকাইয়া আফনান মুমু জিপিএ-৫ পেয়েছে। তার পিতা বার্থী গ্রামের এসএম গোলাম মোস্তফা ও মা গৃহীনি মোস্তফা মাহিনুর। মুমু প্রাথমিক সমাপনী পরীক্ষায়ও বৃত্তি পেয়েছিলো। মুমু সকলের কাছে দোয়া প্রার্থী।