নিজস্ব সংবাদদাতা ॥ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশের সাথে একযোগে বরিশাল জেলার সকল উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। সূত্রমতে, জেলার এক হাজার ছয়’শ চারটি প্রাথমিক বিদ্যালয়ের ৩ লক্ষ ৫২ হাজার ৮ জন শিক্ষার্থী এবং ৪’শ ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ লক্ষ ৪৭ হাজার ৯’শ ৭৩ জন শিক্ষার্থীর মধ্যে গতকাল মঙ্গলবার বই বিতরণ করা হয়। বেলা এগারোটায় বরিশাল নগরীর সিস্টারস্ ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণী উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। তিনি বলেন, বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া বর্তমান সরকারের শতভাগ সাফল্যের কর্মসূচীর মধ্যে একটি।