বানারীপাড়া সংবাদদাতা ॥ বানারীপাড়ায় বর্ষবরণ উপলক্ষে চাখার হক স্পোটিং ক্লাবের উদ্যোগে চেয়ারম্যান নাইট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চাখার সরকারী ফজলুল হক কলেজ মাঠে হক ষ্পোটিং ক্লাবের সভাপতি ও চাখার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত চেয়ারম্যান নাইট অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন ইনসুরেন্সেরের এমডি সৈয়দ আতাউর রহমান মুনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান আঃ জলিল ঘরামী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খিজির সরদার ও সমাজ সেবক সৈয়দ জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন হক স্পোটিং ক্লাবের সম্পাদক হুমায়ুন কবির লুলু।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বরিশালের উইল সন ও ঢাকার জোয়ার ভাটা ব্যান্ড দল।