নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-পটুয়াখালী সড়কের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর পূর্ব প্রান্তে শুক্রবার বিকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. আলমাস (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হওয়ায় তাদেরকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মেট্রো পলিটন বিমান বন্দর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ হালদার জানান, একটি মোটরসাইকেলে চেপে বরিশাল থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিলেন আলমাস সহ তিন জন। পথিমধ্যে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর পূর্ব প্রান্ত সদর উপজেলার কর্নকাঠী এলাকা অতিক্রম কালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মটোরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী-ই গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরন করা হলে কর্তব্যরত চিকিৎসক আলমাসকে মৃত ঘোষনা করে।