সেই সিইসি আজিজকে হার মানিয়েছে ওসি আজিজ

ওসি এম.এ আজিজের রোষানলের স্বীকার ভুক্তভোগী প্রায় শতাধিক ব্যক্তি গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জের কর্মরত সাংবাদিকদের উজিরপুর প্রেসক্লাবে একত্রিত করে (গত ২৮ জুন বিকেলে) সাংবাদিকদের সম্মুখে তুলে ধরেন ওসির অর্পকম, ঘুষ বানিজ্য, মিথ্যে মামলা দিয়ে হয়রানি, শারিরিক নির্যাতনসহ নানা অর্পকর্মের ফিরিস্তি। ওসি আজিজের এ ঘুষ কেলেঙ্কারীর কারনে গত ২৩ জুন উপজেলার যুগিরকান্দা গ্রামের সফিজদ্দিন হাওলাদারের পুত্র শোয়েব হাওলাদার বাদি হয়ে বরিশাল জেলা দায়রা জজ আদালতে ওসির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত ওই মামলাটি দুর্নীতি দমন কমিশনের পরিচালক বরাবরে তদন্তের জন্য প্রেরন করেছে। ভুক্তভোগীরা ওসি আজিজকে অনতিবিলম্বে উজিরপুর থানা থেকে বদলী করাসহ তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

ওসি আজিজের বেপরোয়া কর্মকান্ডের ব্যাপারে উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল বলেন, ওসি এম.এ আজিজের নেতিবাচক কর্মকান্ড নিয়ে গত ২৪ জুন স্থানীয় সংসদ সদস্যর উপস্থিতিতে উপজেলা আইন শৃংখলা সভায় বিস্তার আলোচনা করা হয়। এ সময় ওসির উপস্থিতিতে তাকে ভৎসনা করা হলেও তার নৈতিকতার কোন পরিবর্তন হয়নি। এছাড়াও জেলা প্রশাসনের সন্মনয় সভায়ও তার (ওসির) কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি অভিযোগ করে আরো বলেন, ওসি আজিজের কারনে মহাজোট সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। সম্প্রতি তার (ওসির) বদলীর আদেশ হলেও রহস্যজনক ভাবে উর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে বদলীর আদেশ প্রত্যাহার করে ওসি আজিজ পূর্ণরায় উজিরপুর থানায় বহাল তবিয়তে রয়েছেন।

এ ব্যাপারে বরিশাল জেলা পুলিশ সুপার দেবব্রত ভট্টাচার্যের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উজিরপুর থানার অফিসার ইনচার্জ এম.এ আজিজের বিরুদ্ধে আমার কাছে এখনো কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।