নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক কমিশনার ও আ’লীগ নেতা স্বর্গীয় সন্তোষ কুমার বণিকের স্ত্রী উপজেলা মহিলা আ’লীগ নেত্রী গীতা রানী দত্ত বণিক (৫৫) ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে গতকাল শুক্রবার সকালে মারা গেছেন। গুরুতর আহত হয়েছে চারজন। আহতদের ঢাকা সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পৌর কমপ্লেক্সের সম্মুখের তিখাসার মহল্লার বাসিন্দা স্বর্গীয় সন্তোষ কুমার বণিকের পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ পূর্বে গীতা রানী দত্ত বণিক তার মেয়ে পিংকি রানী দত্ত বণিকের ঢাকার রামপুরা এলাকার ভাড়াটিয়া বাসায় বেড়াতে যান। বৃহস্পতিবার রাতে বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে গীতা রানী, কন্যা পিংকি রানী, তার স্বামী পিংকন বণিক, পুত্র পিকু বণিক ও পিনন বণিক গুরুতর আহত হয়। আহতদের ঢাকা সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে গীতা রানী মারা যায়। মহিলা আ’লীগ নেত্রীর মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বরিশাল জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান, উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদনী, সাধারন সম্পাদক ও গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আ’লীগের সভাপতি গোলাম মনির মিয়া, সাধারন সম্পাদক কবির হোসেন খান, পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।