নিজস্ব সংবাদদাতা ॥ বাংলাদেশ থেকে জি টু জি পদ্ধতিতে সহজ শর্তে স্বল্প খরচে মালয়েশিয়ায় যাওয়ার জন্য গতকাল মঙ্গলবার শেষদিনে বরিশাল জেলার ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রেগুলোতে ১৩ হাজার ৪৫ জন আগ্রহী প্রার্থীরা ফরমপূরন করেছে।
জেলা প্রশাসক অফিস সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৮৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭৭টি ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রে ৫০ টাকার বিনিময়ে নিবন্ধন করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ ওয়াহিদুজ্জামান জানান, মঙ্গলবার শেষদিনে বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধনের মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার ৪৫ জন।