আহত সূত্রে জানা গেছে, জমাজমি সংক্রান্ত বিরোধের জেরধরে হস্তিশুন্ড গ্রামের প্রভাবশালী ফারুক বয়াতী গংদের সাথে একই গ্রামের দুবাই প্রবাসী হেমায়েত হোসেন বেপারী ও তার ভাইদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। অতিসম্প্রতি প্রবাসী হেমায়েত দেশে আসার পর প্রভাবশালী ফারুক ও তার সহযোগীরা প্রবাসীর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। প্রবাসী হেমায়েত বেপারীর অভিযোগ, গত রবিবার রাতে ১০/১৫ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে জিম্মি করে মারধর করে। এসময় তার চোখ মুখ বেঁধে হত্যার উদ্দেশ্যে অপহরন করে নিয়ে যাবার সময় তার ডাক চিৎকারে গ্রামবাসি এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় উজিরপুর থানায় অভিযোগ দেয়া হয়েছে।