বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জি.এম আলাউদ্দিন, শরীফ মোঃ জামাল, মোজাম্মেল সরদার, সেকান্দার আলী সিকদার, শিক্ষক মোঃ অলিউল্লাহ প্রমুখ। শেষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।