নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা, জেলা উত্তর বিএনপির সাবেক সাধারন সম্পাদক, সাবেক ম্যাজিষ্ট্রেট ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ আঃ রব ওরফে রব সিও’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে মরহুমের পৌর সদরের চরগাধাতলী মহল্ল¬ার নিজবাড়িতে দিনভর কোরানখানি, দুপুরে দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। একইদিন বিকেলে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে টরকী বন্দর বার্থী ভবনে স্মরণসভা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।