নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় ক্ষমতাসীন দলের জমি দখল ঠেকাতে গিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্ঠার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে থানায় দায়ের করা মামলায় ইউপি সদস্য ও নামধারী ১৯ জনসহ অজ্ঞাতনামা অর্ধশত আ’লীগের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মেহেন্দীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (ভারপ্রাপ্ত) এস.আই অসীম কুমার সিকদার জানান, সরকারি কাজে বাঁধা দেয়া, বে-আইনী জনতায় পুলিশের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্ঠা করার অভিযোগে থানার এএসআই রাসেল বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, রবিবার উপজেলার বিদ্যানন্দপুর বাজারের পাশে স্থানীয় ইউসুফ হাওলাদারের দেড়’শ একর জমিতে ঘর তোলা শুরু করেন আ’লীগ নেতারা। এ ঘটনায় কাজীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দেয়ার পর এএসআই রাসেলসহ ৫ পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। তারা বিরোধ মিমাংসা করে ঘর উত্তোলনের পরামর্শ দিলে পুলিশের সাথে আ’লীগ নেতা-কর্মীদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ইউনিয়ন আ’লীগ নেতা ও ইউপি সদস্য শাহআলম ও বাবুলের নেতৃত্বে তাদের ৪০/৫০ জন সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের সাথে থাকা অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্ঠা চালিয়ে অবরুদ্ধ করে রাখে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আ’লীগ নেতা সোহরাব পালোয়ান ও সমীর পালোয়ানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।