নিজস্ব সংবাদদাতা ॥ ২০১২ সনের অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃংখলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ সদস্যদের চার ক্যাটিগরির পদক দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৮ জন পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে পদক পরিয়ে দিয়েছেন।
এরমধ্যে বরিশাল বিভাগের সাতজন পুলিশ কর্মকর্তা এবার পদক পেয়েছেন। ঢাকা মহানগর পুলিশ লাইনস রাজারবাগে বার্ষিক পুলিশ প্যারেড শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃংখলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বরিশাল বিভাগের চারজন পিপিএম পদকপ্রাপ্তরা হচ্ছেন, বরিশাল র্যাব-৮ এর জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোঃ আজবাহার আলী শেখ, ভোলার চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রিয়াজ হোসেন, বরিশাল রেঞ্জের এসআই মোঃ নুরুল আলম তালুকদার, বরিশালের অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জাহাঙ্গীর হোসেন। এছাড়া তিনজন পিপিএম-সেবা পদকপ্রাপ্তরা হচ্ছেন-বরিশাল র্যাব-৮ এর লে. কমান্ডার মোহাম্মদ নুর-উজ-জামান, বরিশাল র্যাব-৮ এর মেজর মোঃ রাশেদুল হক খান, বরিশাল র্যাব-৮ এর লে. সৈয়দ মোহাম্মদ সরফরাজ ওবায়েদ।